প্রযুক্তিপণ্য নির্মাতা ভাচুয়েক্স বেশ কয়েক বছর ধরে ঘরে ব্যয়াম করার জন্য জনপ্রিয় ট্রেডমিলের আদলে গেমিং মেশিন তৈরির চেষ্টা করছে। অবশেষে সফল হয়েছে কোম্পানিটি। কোম্পানিটি উন্মোচন করেছে ভিআর সমর্থিত ট্রেডমিল ডিভাইস।

‘ওমনি ওয়ান’ নামের এ ডিভাইসটি চার ফুট চওড়া এবং উচ্চতা পাঁচ ফুট। ২৫০ পাউন্ড ওজনের ডিভাইসটি প্রয়োজনে ভাঁজ করে রাখা যায়।

ডিভাইসটির সুবিধা পেতে এর সঙ্গে পিকো নিও ভিআর হেডসেট ব্যবহার করতে হবে। ভিআর হেডসেটটি মাথায় দিলে মনে হবে কল্পজগতের কোনো স্থানে আপনি দৌড়াচ্ছেন কিংবা হাঁটছেন। ডিভাইসটির দাম দুই হাজার ৫৯৫ ডলার।

বিষয় : ব্লুটুথ স্পিকার ভাচুয়েক্স

মন্তব্য করুন