- বাংলাদেশ
- বাংলাদেশে প্রবেশের সময় আটক যুবক, ভারতীয় পুলিশের সন্দেহ জঙ্গি
বাংলাদেশে প্রবেশের সময় আটক যুবক, ভারতীয় পুলিশের সন্দেহ জঙ্গি

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় পেট্রাপোল বেনাপোল সীমান্তে এক যুবককে আটক করেছে পেট্রাপোল থানার পুলিশ। এসময় তার কাছ থেকে ভারতবিরোধী কিছু নথি ও একটি ট্যাব উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ। ভারতীয় পুলিশের ধারণা, ওই যুবক আল-কায়েদা বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত।
আটক যুবকের নাম তারিকুল ইসলাম। তার বাড়ি বাংলাদেশের খুলনার রূপসা থানায়। তিনি ১০ দিন আগে ভারতে যান টুরিস্ট ভিসায়। এর আগে ২০২১ সালে একাধিকবার তিনি ভারত ভ্রমণ করেন বলে জানায় ভারতীয় পুলিশ।
সরকারী আইনজীবী অসীম কুমার দে বলেন, অভিযুক্ত যুবকের কাছ থেকে ভারতীয় যুদ্ধ কৌশলের একাধিক নথি উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা হবে না। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১২১, ১২১(এ), ১২৩ ও ১২০ (বি) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পেট্রাপোল থানার পুলিশ।
মন্তব্য করুন