- বাংলাদেশ
- নিখোঁজের দু’দিন পর টমটম চালকের মরদেহ উদ্ধার
নিখোঁজের দু’দিন পর টমটম চালকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে নিখোঁজের দু’দিন পর আয়াত আলী নামে এক টমটমচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় পুরাসুন্দা গ্রামের বড়বাড়ি কবরস্থান এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার পুরাসুন্দা গ্রামের জুয়াদুল্লাহ টিলা এলাকার সুরত আলীর ছেলে।
নিহতের ছোট ভাই রিতু মিয়া জানান, স্থানীয় এক ব্যক্তির টমটম ভাড়ায় চালাতেন তাঁর ভাই আয়াত আলী।
বৃহস্পতিবার রাতে টমটম নিয়ে সুতাং বাজারে যাওয়ার পথে তাঁর সঙ্গে শেষবার কথা হয় রিতু মিয়ার। এরপর তিনি নিখোঁজ ছিলেন। পরে রোববার তাঁর মরদেহ পাওয়া যায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
মন্তব্য করুন