- বাংলাদেশ
- বিএনপি-জামায়াতের আমলে কৃষককে সার-বিদ্যুতের জন্য জীবন দিতে হয়েছে: পলক
বিএনপি-জামায়াতের আমলে কৃষককে সার-বিদ্যুতের জন্য জীবন দিতে হয়েছে: পলক

জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। কৃষকদের মুখে হাসি ফুটেছে। সময় মতো কৃষকরা ন্যায্যমূল্যে সার, তেল, বীজ, বিদ্যুৎসহ সব ধরনের সহযোগিতা পাচ্ছেন। এর ফলে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন কৃষককে সার-বিদ্যুতের জন্য জীবন দিতে হয়েছে। আর এখন কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য ১৩৬ কিলোমিটার খাল খনন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই খালের পানি দিয়ে কৃষকরা সেচ সুবিধা পাচ্ছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় নাটোরের সিংড়ার ছয় হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, ২০০৮ সালের আগে মাত্র ৩০ শতাংশেরও কম ঘরে বিদ্যুৎ ছিল। আর এখন সারা দেশে শতভাগ বিদ্যুৎ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ।
ইউএনও মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, পাঁচপাকিয়া গ্রামের কৃষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মন্তব্য করুন