- বাংলাদেশ
- ছাত্রলীগ নেতার রগ কাটার ঘটনায় পাল্টাপাল্টি মামলা
ছাত্রলীগ নেতার রগ কাটার ঘটনায় পাল্টাপাল্টি মামলা

ফেনীর সোনাগাজীতে ছাত্রলীগ নেতার রগ কাটার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গতকাল রোববার সকালে যুবলীগের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন আহত মোশাররফ হোসেনের ভাই সাহাব উদ্দিন।
ওই দিন রাতেই ১১ জনকে আসামি করে সোনাগাজী থানায় পাল্টা মামলা করেন চর ডুব্বা গ্রামের যুবলীগ কর্মী কামাল উদ্দিন।
এর আগে শনিবার রাতে আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাখাওয়াত হোসেন হৃদয়ের পায়ের রগ কেটে দেয় যুবলীগ কর্মীরা। এ সময় আহত হন মোশাররফ হোসেন।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন বলেন, ছাত্রলীগ নেতার রগ কাটার ঘটনায় নেজাম উদ্দিন মাস্টার ও মো. নাঈম নামে দু’জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন