- বাংলাদেশ
- রাবিতে প্রাথমিক আবেদন শেষ, চূড়ান্ত আবেদন শুরু ৯ এপ্রিল
রাবিতে প্রাথমিক আবেদন শেষ, চূড়ান্ত আবেদন শুরু ৯ এপ্রিল

ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে প্রাথমিক আবেদন জমা পড়েছে ৪ লাখ এক হাজার ৪১৪ আবেদন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ১৫ মার্চ থেকে প্রাথমিক আবেদন শুরু হয়। এ আবেদন চলে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, ‘এ’ ইউনিটে আবেদন করেছেন এক লাখ ৪৮ হাজার ৬১০ জন, ‘বি’ ইউনিটে ৯৮ হাজার ৬৪৪ জন এবং ‘সি’ ইউনিটে এক লাখ ৫৪ হাজার ১৬০ জন। তিন ইউনিটে আসন সংখ্যা চার হাজার ১০০টি। চূড়ান্ত আবেদন শুরু হবে আগামী ৯ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপের চূড়ান্ত আবেদন ০৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল, দ্বিতীয় ধাপে ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, তৃতীয় ধাপে ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল এবং শেষ ধাপে ১ মে থেকে ২ মে পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।
আগামী ২৯, ৩০ ও ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
মন্তব্য করুন