- বাংলাদেশ
- সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

সুলতানা জেসমিন।
নওগাঁয় আটকের পর র্যাবের হেফাজতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের (৪৫) মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার র্যাব সদর দপ্তর এ তদন্ত কমিটি গঠন করে।
আজ মঙ্গলবার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র্যাব সদস্যদের কোনো গাফিলতি আছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে র্যাবের কারও বিরুদ্ধে জড়িত থাকার ও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তদন্তে একটু সময় লাগবে।
তিনি বলেন, র্যাবের কাছে কিছু তথ্য চেয়েছেন আদালত। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তা দাখিল করা হচ্ছে।
সুলতানা জেসমিনের ময়নাতদন্ত (পোস্টমর্টেম) প্রতিবেদনসহ সংশ্লিষ্ট নথিপত্র দেখতে চেয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে এসব কাগজ ও তথ্য মঙ্গলবার আদালতে দাখিল করতে বলা হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী ছিলেন।
বুধবার সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে সুলতানা জেসমিনকে আটক করে র্যাব। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নির্যাতনের কারণে অসুস্থ হয়ে জেসমিনের মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি করলেও র্যাব তা অস্বীকার করেছে। তবে রামেক হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে ভর্তির সময় জেসমিনের মাথার ডানপাশে আঘাত ছিল। ব্রেনের ভেতর রক্তক্ষরণ হয়েছে বলে সিটিস্ক্যান রিপোর্টে উঠে আসে।
এদিকে, সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন।
মন্তব্য করুন