সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির ৮ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকার উৎখাতের গোপন বৈঠকের অভিযোগে সোমবার রাতে উপজেলার গোয়ালাডাঙ্গা ফুলবাড়ি মাঠ থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় আশাশুনি থানার এসআই মহিদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার নেতারা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল, ছোট শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মালেক মল্লিক, আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ শরিফুল আহছান টোকন, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন হোসেন, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ও একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. লতিফ।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, সোমবার রাতে সরকার উৎখাতের উদ্দেশ্যে জামায়াত-বিএনপির ২০-২৫ জন নেতা-কর্মী গোপন বৈঠক করছিলেন। সেখানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। বাকিরা বোমা বিস্ফোরণ করে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল, লাঠি এবং দা উদ্ধার করা হয়েছে।

তবে আটক আব্দুল মল্লিকের ছোট ভাই অহিদ মল্লিক বলেন, ‘আমার বড় ভাই রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে পুলিশ বাড়ি থেকে ভাই আটক করে। এছাড়া একই সময়ে ছাত্রদল নেতা আল আমিন এবং আক্তার মেম্বরকে আটক করে নিয়ে যায়।’ উপজেলা বিএনপির সদস্যসচিব মশিউল হুদা তুহিন বলেন, আটক নেতারা কোথাও মিটিং করছিলেন না। বাড়ি থেকে তাদের তুলে নিয়ে আটক দেখিয়েছে পুলিশ।