- বাংলাদেশ
- রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যা: স্বামী রিমান্ডে, স্ত্রী কারাগারে
রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যা: স্বামী রিমান্ডে, স্ত্রী কারাগারে

আজ মঙ্গলবার দুপুরে আব্দুল মমিনকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই তহিদ হোসেন। শুনানি শেষে পাবনা আমলি আদালত ২-এর বিচারক শামসুজ্জামান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার অপর আসামি মমিনের স্ত্রী সীমা খাতুনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
২৫ মার্চ সকালে পাবনার সীমান্তবর্তী কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি গাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে থানায় জানান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাডো জিপের ভেতর থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে। গত ২৩ মার্চ নিখোঁজ হন সম্রাট হোসেন।
এ ঘটনায় ২৫ মার্চ রাতে ঈশ্বরদী থানায় নিহতের বাবা আবু বক্কার বাদী হয়ে মামলা করেন। মামলায় সম্রাটের বন্ধু আব্দুল মমিন, তাঁর স্ত্রী সীমা খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়।
এর আগে ২৪ মার্চ রাতে সীমা খাতুনকে আটক করে পুলিশ। ২৬ মার্চ রাতে রাজধানী ঢাকা থেকে র্যাবের একটি দল আব্দুল মমিনকে গ্রেপ্তার করে।
মন্তব্য করুন