আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রামে বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা সিরিজ নিশ্চিত করার ম্যাচে ২০২ রান তোলে বাংলাদেশ। জবাবে দিতে নামা আয়ারল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছেন বাঁ-হাতি স্পিনার সাকিব। 

ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে একটি উইকেট নেন অলরাউন্ডার সাকিব। এরপর ইনিংসের চতুর্থ ও ষষ্ঠ ওভারে নেন দুটি করে উইকেট। নিজের শেষ ওভারে উইকেট না পাওয়ায় ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে শেষ করেন তিনি। 

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি সাকিবের দ্বিতীয়বার পাঁচ উইকেট বা ফাইফারের কীর্তি। এর আগে ৪ ওভারে ২০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ওটাই তার টি-২০ ক্যারিয়ারের সেরা। আইরিশদের বিপক্ষে করলেন দ্বিতীয় ক্যারিয়ার সেরা বোলিং। 

এছাড়া আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সাকিব এখন সর্বোচ্চ উইকেটের মালিক। ১১৪ ম্যাচ খেলে তিনি ১৩৬ উইকেট নিয়েছেন। এর আগে সাকিবের চেয়ে বেশি উইকেট ছিল টিম সাউদির (১৩৪)। তার আগে সর্বেোচ্চ উইকেটের মালিকানা টাইগার ক্রিকেটার সাকিবেরই ছিল। সাকিব ও সাউদির পেছনে আছেন রশিদ খান। তার উইকেট ১২৯টি।