- বাংলাদেশ
- ভোরের আলো ফুটতেই চুরমার জায়েদের স্বপ্ন
ভোরের আলো ফুটতেই চুরমার জায়েদের স্বপ্ন

জায়েদের স্বপ্ন ছিল স্বাবলম্বী হওয়া। সেই স্বপ্ন বাস্তবায়নে নিজ এলাকায় ১৫০ শতক জমির মধ্যে তিনটি পুকুর করেন। পুকুরে মাছের পোনা ফোটান। ভোর থেকে রাত পর্যন্ত পোনার তদারকিতে ব্যস্ত থাকেন জায়েদ। পোনা বড় হওয়ার মধ্য দিয়ে স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু বুধবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তাঁর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।
প্রতিদিনের মতো আজও পুকুরে খাবার দিতে যান জায়েদ। পুকুরপাড়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। কে বা কারা রাতের আঁধারে জায়েদের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। পুকুরের পানিতে লাখ লাখ পোনা মরে ভেসে ওঠে। পুকুরের পানি আর দেখা যায় না; শুধু মরা মাছ।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মাহমুদুল হাসান জায়েদ তিনটি পুকুরে কার্প জাতীয় ও শিং মাছ চাষ করেন। গত মঙ্গলবার রাতে পুকুরগুলোতে বিষ প্রয়োগ করে দুষ্কৃতকারীরা। ফলে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এতে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জায়েদের। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় শিক্ষক আতিকুর রহমান।
মাহমুদুল হাসান জায়েদ বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে পুকুরে মাছের খাদ্য দিতে গিয়ে দেখি– সর্বনাশ! কে বা কারা আমার তিনটি পুকুরে বিষ প্রয়োগ করেছে। সব মাছ মরে ভেসে উঠেছে।’
ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বলেন, ‘এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগে পুকুরের মাছ মেরে ফেলতে হবে? এ ঘটনার তদন্ত করে শাস্তি দাবি করছি।’
মন্তব্য করুন