- বাংলাদেশ
- অতীতের কোনো নির্বাচনেই সব দল অংশ নেয়নি: ইসি আলমগীর
অতীতের কোনো নির্বাচনেই সব দল অংশ নেয়নি: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ফাইল ছবি
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ নিয়েও কথা বলেন।
মো. আলমগীর জানান, ইসির প্রকাশিত খসড়া সীমানার ওপরে ১৮৬টি আবেদন পড়েছে। এর মধ্যে ১২৬টি আবেদনে বর্তমান সীমানায় পরিবর্তন দাবি করা হয়েছে। বাকি ৬০টি আবেদনে বর্তমান সীমানা বহাল রাখতে বলা হয়েছে।
তিনি আরও জানান, সবগুলো আবেদন নিয়েই ইসি শুনানির আয়োজন করবে। তবে এই শুনানি ঈদের আগে না পরে হবে- তা এখনই বলা যাচ্ছে না।
আগামী সংসদ নির্বাচনে সবগুলো দল অংশ নিলে নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যাবে মন্তব্য করে কমিশনার আলমগীর বলেন, বাস্তবতা হলো, দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই সব দল অংশ নেয়নি।
তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে কিন্তু সব দল অংশ নেয়নি। কিছু কিছু দল সেই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কাজেই এক-দুইটা রাজনৈতিক দল অংশ না নিলেই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি- এটা বলা যাবে না। তবে এটাও ঠিক যে, বড় রাজনৈতিক দলগুলো অংশ না নিলে পুরোপুরি অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না।
বিএনপি চিঠির জবাব না দিলে কমিশনের পরবর্তী পদক্ষেপ কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন