চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র দু’জনসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান তাঁদের প্রার্থিতা বাতিল করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া তিনজন হলেন স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ রমজান আলী ও ন্যাশনাল পিপলস পার্টির (ন্যাপ) কামাল পাশা।

আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গেলে নিয়ম অনুযায়ী নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর-সংবলিত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। কিন্তু স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ রমজান আলী তা দেননি। অন্যদিকে ঋণখেলাপি হওয়ায় কামাল পাশার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে যাচাই-বাছাইয়ের পর তিনজনের প্রার্থিতা টিকে রয়েছে। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ।

চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে দু’জন স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ সমর্থকের স্বাক্ষর না থাকায় এবং ঋণখেলাপি হওয়ায় আরেকজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’