বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মোশতাককে বঙ্গবন্ধুর প্রতিযোগী বলে বিপাকে পড়েছেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

‘আমাদের চেতনায় মুজিব আদর্শ’ ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ বুধবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতলিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেন।

সমাবেশে বক্তব্য দেন দিগপাতই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, তিতপল্লা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, তিতপল্লার সাবেক সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেলিম ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক।

বিক্ষুব্ধ নেতাকর্মীর অভিযোগ, গত ১৭ মার্চ আওয়ামী লীগের সমাবেশে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী হিসেবে খন্দকার মোশতাক আহমেদের নাম উল্লেখ করে বিতর্কিত বক্তব্য দেন স্বপন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পর থেকেই আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন।

২৪ ঘণ্টার মধ্যে স্বপনকে দল থেকে বহিষ্কার এবং সদর উপজেলা আওয়ামী লীগ কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ সমকালকে বলেন, দলের একজন নেতার মুখে এ ধরনের বক্তব্য সত্যিই দুঃখজনক। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা হচ্ছে। ভাইরাল হওয়া বক্তব্য যাচাই করার পর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।