- বাংলাদেশ
- পুকুর থেকে লাখ টাকার মাছ লুটের অভিযোগ
পুকুর থেকে লাখ টাকার মাছ লুটের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে এক চাষির পুকুর থেকে জোরপূর্বক প্রায় এক লাখ টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে দুই প্রভাবশালীর বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারুহাঁস ইউনিয়নের রানীদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিকার চেয়ে গুল্টা গ্রামের রইচ উদ্দিনের ছেলে চাষি হাবিবুর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা গেছে, হাবিবুর রহমান পার্শ্ববর্তী রানীদীঘি গ্রামের ঈদগাহ মাঠ এলাকার পুকুরটি ওই গ্রামের খাজা ময়েজ উদ্দিনসহ তিন সহোদরের কাছ থেকে তিন বছর মাছ চাষের জন্য বন্দোবস্ত নেন। বছরখানেক সেখানে মাছ চাষ করছেন তিনি।
আজ সকালে হাবিবুর পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় রানীদীঘি গ্রামের কুতুব উদ্দিন ও পাপ্পু সরকার পুকুরের কিছু অংশ নিজেদের দাবি করে হাবিবুরকে মাছ ধরতে নিষেধ করেন। তাঁদের কথা না শোনায় হাবিবুরকে মারধর শুরু করেন তাঁরা। এক পর্যায়ে হুমকি দিয়ে তাঁকে পুকুর থেকে তাড়িয়ে দেন। পরে প্রায় এক লাখ টাকার মাছ ধরে নেন তাঁরা।
তবে কুতুব উদ্দিন দাবি করেন, তাঁরা পুকুরটির কিছু অংশের বৈধ অংশীদার। তাই হাবিবুরকে মাছ ধরে তাঁদের অংশের প্রাপ্য টাকা দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু রাজি না হওয়ায় তাঁদের অংশের মাছ ধরে নিয়েছেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন