আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০তে লিটন দাসের ব্যাটেই এই সংস্করণে দেশের দ্রুততম ফিফটি হাঁকিয়েছেন লিটন দাস। ১৮ বলে ফিফটি করে লিটন ভেঙেছেন ১৬ বছর আগে ২০ বলে ফিফটি করা মোহাম্মদ আশরাফুলের রেকর্ড। নিজের রেকর্ড হাতছাড়া হওয়াতে বিন্দুমাত্র আফসোস নেই সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের।

আশরাফুল যখন দ্রুততম ফিফটি হাঁকিয়েছেন সেটি বাংলাদেশের পক্ষে দ্রুততম তো বটেই, ছিল টি-টোয়েন্টির তৎকালীন বিশ্বরেকর্ডও। এক সপ্তাহ পর অবশ্য বিশ্বকাপের মঞ্চেই বিশ্বরেকর্ডটা হাতছাড়া হয়। ভারতের যুবরাজ সিং ১২ বলে ফিফটি করেন।

বাংলাদেশের হয়ে আরো দুটি রেকর্ড আছে আশরাফুলের। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে ও টেস্টে ভারতের বিপক্ষে ২৬ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। এই দুই রেকর্ডও লিটন ভেঙে দিবেন বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। 

আজ গণমাধ্যমকে আশরাফুল বলেন, 'রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুইটা রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে। যেভাবে সে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রুততম অর্ধশতক তারই হবে আশা করি।'

তিনি আরও বলেন, 'রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখতে ভালোই লাগে। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল। এটা তখন বিশ্বরেকর্ড ছিল। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। ভালো লাগছে।'