রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সনদ দান, নামের ভুল সংশোধন, রেজিস্ট্রেশন নম্বর দেওয়াসহ নানা সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ঢাকার বিজয়নগরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়ম-দুর্নীতির তথ্য পান।

অভিযান পরিচালনাকালে ছদ্মবেশে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন দুদক টিমের সদস্যরা। এ সময় বেশ কিছু অনিয়ম তাঁদের চোখে পড়ে। পরে এ বিষয়ে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিবকে অবহিত করা হয়। তিনি একটি কমিটি গঠন করে সিসিটিভি ফুটেজ যাচাইয়ের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবেন বলে প্রতিশ্রুতি দেন। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত এক কর্মকর্তাকে এক শাখা থেকে অন্য শাখায় বদলি করা হয়।

তিতাসে অভিযান: একই দিনে টঙ্গী, গাজীপুরের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহককে গ্যাস বিলের কপি দেওয়ার ক্ষেত্রে ঘুষ দাবির অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানের সময় ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া হয়। সেসঙ্গে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।