মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো ‘গণতন্ত্র সম্মেলন’ শুরু হয়েছে। সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে বাইডেন বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

বুধবার দুই দিনের এ সম্মেলন শুরু হয়। সশরীর ও ভার্চুয়াল মাধ্যমের সংমিশ্রণে আয়োজিত এবারের এ সম্মেলনে ১২০টি দেশ যুক্ত রয়েছে।

এবারের সম্মেলনে বিশ্বজুড়ে গণতন্ত্র শক্তিশালী করার কার্যক্রমে ৬৯ কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছেন বাইডেন। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বাইডেন বলেন, আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি, বিশ্বের গণতন্ত্র দুর্বল নয়, বরং শক্তিশালী হচ্ছে। বিশ্বে একনায়কতন্ত্র দুর্বল হচ্ছে, শক্তিশালী হচ্ছে না। আত্মবিশ্বাস ও প্রত্যয় নিয়ে সবার একত্রিত হওয়ার একটি প্রত্যক্ষ ফলাফল এটি। তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হবে গণতান্ত্রিক শাসনকে এগিয়ে নিতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা– বলেন তিনি।

সম্মেলনের সহ-আয়োজক কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক ও হাঙ্গেরি এই সম্মেলনে আমন্ত্রণ পায়নি। সম্মেলনে যোগ দেওয়া ভারত, ইসরায়েলসহ বিভিন্ন দেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগের মধ্যে সম্মেলনটি হচ্ছে। খবর রয়টার্সের।