যুক্তরাষ্ট্রের কেনটাকিতে রাতের একটি প্রশিক্ষণ মিশনের সময় দেশটির সেনাবাহিনীর দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় জন সৈন্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক জেনারেল এ তথ্য নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস এক সংবাদ সম্মেলনে বলেন, একটি নিয়মিত অনুশীলনের সময় হেলিকপ্টার দু'টি বিধ্বস্ত হয়। এতে দুই হেলিকপ্টারে থাকা ৯ সেনা সদস্যের সবাই নিহত হয়েছে। তারা সবাই কেনটাকির ফোর্ট ক্যাম্পবেলে অবস্থিত ১০১তম এয়ারবর্ন ডিভিশনের সদস্য।

তিনি জানান, একটি হেলিকপ্টারে পাঁচজন এবং অপরটিতে চারজন সেনা সদস্য ছিলেন। সামরিক বাহিনী এখনও নিহতদের পরিবারকে অবহিত করার জন্য কাজ করছে।

আলাবামায় ইউএস আর্মি এভিয়েশনের সদর দপ্তর থেকে একটি তদন্তকারী দল ফোর্ট ক্যাম্পবেলের দিকে যাচ্ছে। হেলিকপ্টার দু’টির মধ্যে সংঘর্ষ হয়েছিল কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

লুবাস বলেন, ‘আলাবামা থেকে আমাদের একটি নিরাপত্তা দল ফোর্ট রাকার আসছে, যারা বিমানের নিরাপত্তা এবং বিশেষ করে এই তদন্তে বিশেষজ্ঞ।’ 

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সেনা সদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং যারা উদ্ধার কাজে সাড়া দিয়েছেন তাদের প্রশংসা করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘এই মর্মান্তিক ক্ষতির জন্য দুঃখিত’। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা এই ভয়ানক, সত্যিকারের ভয়ঙ্কর, দুর্ঘটনার প্রেক্ষিতে শোকাহতদের পাশে দাঁড়িয়েছি।’

ডব্লিউকেডিজেড রেডিও নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, হেলিকপ্টার দু’টি খুবই নিচে এসে হঠাৎ বিস্ফোরণ হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টার দুটি পড়ে থাকতে দেখি।

ইউএস আর্মি কমব্যাট রেডিনেস কেন্দ্রের মুখপাত্র জিমি কামিংস এএফপি’কে জানান, শেষবার ২০১৫ সালের ১০ মার্চ ফ্লোরিডা উপকূলে একটি রাতের প্রশিক্ষণ মিশনের সময় লুইজিয়ানা ন্যাশনাল গার্ড ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছিল।