নারায়ণগঞ্জে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে জালাল মিয়া (৬৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

জালাল মিয়া আড়াইহাজার থানার রামচন্দ্রী গ্রামের মনির উদ্দিনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তাকে জামিন দেন। পরে কোর্ট হাজত থেকে বের হওয়ার পরই জালাল মিয়া অসুস্থ হয়ে পড়েন। পুলিশের সহায়তায় তাকে খানপুর হাসপাতালে নেন তার ছেলে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

বৃহস্পতিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি জানান, একটি মামলায় পুলিশ জালাল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।