- বাংলাদেশ
- বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
-samakal-64270cade2e17.jpg)
প্রতীকী ছবি
যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে সুব্রত দাস (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধোপাদী গ্রামে এ ঘটনা ঘটে।
সুব্রত উপজেলার ধোপাদী গ্রামের পশুপতি দাসের ছেলে। সে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
নিহত সুব্রত দাসের বাবা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুব্রত বাড়িতে খালি পায়ে বিদ্যুতের হোল্ডার লাগাচ্ছিল। এ সময় অসাবধানবশত সে বিদ্যুতায়িত হয়। ঘটনার পর দ্রুতই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অথৈ সাহা বলেন, সন্ধ্যায় ওই স্কুলছাত্রকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) হরষিত রায় বলেন, বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন