ভারত বিরোধিতার জন্য বিচার বিভাগকে প্রকাশ্যে হুমকি দেওয়ায় সর্বাত্মক আক্রমণের মুখে পড়েছেন ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। এ নিয়ে মুম্বাইয়ের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। দেশের তিন শতাধিক আইনজীবী রিজিজুকে খোলা চিঠি পাঠিয়েছেন।

তাঁর মন্তব্যের কড়া নিন্দা করে সাবেক আমলারা বলেছেন, আপনি যা করতে চাচ্ছেন, তাতে বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছুই আর অবশিষ্ট থাকবে না। স্বৈরতান্ত্রিকতার পদধ্বনি শোনা যাচ্ছে। খবর এনডিটিভির।

দিল্লিতে এক গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ১৮ মার্চ কিরেন রিজিজু বিচার বিভাগকে হুমকি দিয়ে বলেন, কিছু সাবেক বিচারপতি আন্দোলনকারী হয়ে উঠেছেন। তাঁরা ভারতবিরোধী গ্যাংয়ের অংশ হয়ে গেছেন। তাঁরা চাচ্ছেন, বিচার বিভাগকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে, যাতে তা সরকারবিরোধী হয়ে ওঠে।

এ নিয়েই সরব হয়েছেন সাবেক আমলারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে সরকারের সঙ্গে বিচার বিভাগের দূরত্ব ক্রমেই বেড়ে চলেছে।