- বাংলাদেশ
- টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

নিহত অনিক। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিক চন্দ্র কোচ (১৮) নামে এক মোটরসাইকেল মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১০টায় উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনিক একই উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামের সতিন্দ্র চন্দ্র কোচের ছেলে। তিনি নলুয়া বাজার এলাকায় একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন।
গ্যারেজের মালিক শ্রীবাস সরকার বলেন, শুক্রবার রাতে অনিক ও তার বন্ধুরা দোকানের ছাদে পিকনিকের আয়োজন করে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরে আগুন ধরে ঘটনাস্থলেই মারা যান অনিক।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন