- বাংলাদেশ
- সাংবাদিককে মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় ঢাবি সাদা দল
সাংবাদিককে মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় ঢাবি সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
গণমাধ্যম ও জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামানের দ্রুত মুক্তির আহবান জানানো হয়।
শনিবার সন্ধ্যায় সাদা দলের আহবায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, কোনো পরোয়ানা ছাড়াই সাংবাদিক শামসুজ্জামানকে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়া ও পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাবি সাদা দল।
বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমান ক্ষমতাসীন সরকার ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের ভিন্নমত দমনের চেষ্টা ক্রমশ বাড়ছে। হামলা-মামলাসহ নির্যাতনের মাধ্যমে রুদ্ধ করা হচ্ছে জনগণের প্রতিবাদের ভাষা। সরকারের দুর্নীতি এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা তুলে ধরে প্রতিবাদ জানানোর সুযোগ দেওয়া হচ্ছে না।
বিবৃতিতে সাদা দল আরও উল্লেখ করে, সংবাদপত্র জনগণের পক্ষে স্বাধীনভাবে কথা বলবে এটাই প্রত্যাশিত। কিন্তু বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই গণমাধ্যমের স্বাধীনতা হরণের লক্ষ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা নিবর্তনমূলক আইন প্রণয়ন করা হয়েছে এবং হচ্ছে। আর এসব আইনের জেরে সংবাদপত্র ও সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত হয়েছে। দৈনিক প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা এবং সাংবাদিক শামসকে কারাগারে প্রেরণের ঘটনা এর সর্বশেষ নজির।
বিবৃতিতে সাদা দলের পক্ষ থেকে আরও বলা হয়, সরকারের এমন হীন পদক্ষেপ দেশে মুক্তচিন্তা, বাকস্বাধীনতা এবং স্বাধীন সংবাদ প্রকাশের বড় বাঁধা। মুক্তচিন্তা ও স্বাধীন মত প্রকাশের ঐতিহ্যবাহী লালনক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সর্বোপরি বিবেকবান মানুষ হিসেবে এটি আমাদের কাছে কোনোভাবেই কাম্য নয়।
মন্তব্য করুন