- বাংলাদেশ
- ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে দেশ’
‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে দেশ’

দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করছেন বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ নাছির। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। আর তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে।
গত শুক্রবার চট্টগ্রামের পটিয়ায় মাসুমা-করিম ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় রুকু গার্ডেন কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মাসুমা-করিম ফাউন্ডেশন একটি সম্পূর্ণ দাতব্য ও সেবাধর্মী প্রতিষ্ঠান। গরিব ও দুস্থ মানুষের শিক্ষা, চিকিৎসা ও নানান ক্ষেত্রে সহযোগিতা করছে এ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘উন্নয়নে বাংলাদেশকে বিশ্বের বিস্ময় হিসেবে দেখছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। আমাদের উন্নয়নের লাগাম টেনে ধরার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে নেতা-কর্মীদের অবশ্যই সজাগ থাকতে হবে। দেশ-বিরোধী চক্রান্তকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা মোজাহেররুল আলম চৌধুরী, মোহাম্মদ সেলীম নবী, মাস্টার সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সবুজ বড়ুয়া প্রমুখ।
মন্তব্য করুন