ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিন চেয়ে এই আবেদন করা হয়। তার পক্ষে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রোববার দুপুর ৩টার দিকে শুনানি হতে পারে।

বিধি অনুযায়ী আগাম জামিন আবেদন শুনানির সময় প্রথম আলো সম্পাদককে সশরীরে এজলাসে (বিচারকক্ষ) উপস্থিত থাকতে হবে।