- বাংলাদেশ
- জাবিতে চার দাবিতে কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি
জাবিতে চার দাবিতে কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিলসহ চার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অফিসার সমিতি। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করে তারা। দুই ঘণ্টা কর্মসূচি পালনের পর সাড়ে ১১টার দিকে পরবর্তী সিন্ডিকেট সভায় সিদ্ধান্তের আগ পর্যন্ত তা স্থগিত করা হয়। এতে শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
তাদের দাবিগুলো হলো– ৯ মার্চের সিন্ডিকেট সভায় অনুমোদিত অফিসার নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিল করতে হবে, অফিসার নিয়োগ ও পদোন্নতির বর্তমান রিভিউ কমিটি পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠিত কমিটিতে অফিসার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করতে হবে।
এ ছাড়া ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) এ বি এম কামরুজ্জামানকে অবিলম্বে রেজিস্ট্রার অফিস থেকে অন্যত্র বদলি করতে হবে এবং ভারপ্রাপ্ত সব অফিস প্রধানদের স্থায়ী করতে হবে।
অফিসার সমিতির সভাপতি আজিম উদ্দিন বলেন, আগামী সিন্ডিকেট সভায় তিনটি দাবি মেনে নিতে হবে। আর একটি দাবি মানতে সিন্ডিকেট সভার প্রয়োজনীয়তা নেই; সেটি হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার এ বি এম কামরুজ্জামানের বদলি। যদি তা মানা না হয় আমরা আবার কর্মসূচিতে যাব।
সমিতির সাধারণ সম্পাদক রবিউল্যাহ বলেন, উপাচার্য স্যারকে বলেছি, আমরা সাত দিনের মধ্যে কামরুজ্জামানের বদলি চাই। স্যার বলেছেন, বিষয়টি তিনি দেখবেন।
বদলির কারণ জানতে চাইলে তিনি বলেন, কামরুজ্জামান অফিসার নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় অতিরিক্ত রেজিস্ট্রার পদে পিএইচডি ডিগ্রিধারী হলে এক বছর কম অভিজ্ঞতার কথা বলেছেন, যা তিনি নিজের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করেছেন। এ জন্য তাঁর পদত্যাগ দাবি করেছি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলমের বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন