- বাংলাদেশ
- সব হাসপাতালে এ বছরই বৈকালিক স্বাস্থ্যসেবা চালু: স্বাস্থ্যমন্ত্রী
সব হাসপাতালে এ বছরই বৈকালিক স্বাস্থ্যসেবা চালু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবা, চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যশিক্ষা উন্নত করতে নতুন নতুন উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৫০টি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করা হয়েছে। চলতি বছরেই পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করা হবে। এতে রোগ নির্ণয়ে সব পরীক্ষা-নিরীক্ষাও করা হবে।
গতকাল শনিবার মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজসহ দেশের আটটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ৩৭টি মেডিকেল কলেজে ই-লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্নেল মালেক মেডিকেল কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন। স্বাস্থ্যমন্ত্রী অন্য মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া, অতিরিক্ত সচিব আবুল বাশার জামাল, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মোশাররফ হোসেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আরশাদ উল্লাহ।
মন্তব্য করুন