কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে অস্থায়ী কার্যালয়ে এ ভিসা প্রসেসিং সেন্টারের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন। খবর বাসসের

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের কুষ্টিয়া জেলা আমাদের এ অঞ্চলের সীমান্তবর্তী এলাকাসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করেছে। এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দু'দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে ভারত ও বাংলাদেশ সরকার কাজ করছে। সে লক্ষ্যে আজ ১৬তম ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হলো।

তিনি বলেন, 'আমি আশা করি এর মাধ্যমে এ এলাকার মানুষের ভ্রমণ, চিকিৎসাসহ যে কোনো প্রয়োজনে ভারতে যাতায়াত আরও সহজ হবে।