- বাংলাদেশ
- স্নাতক শেষে ইন্টার্নশিপ
স্নাতক শেষে ইন্টার্নশিপ

ওয়েবসাইট ও অ্যাপে ইন্টার্নশিপ খোঁজার সুবিধা রয়েছে
স্নাতক বা গ্র্যাজুয়েশন শেষ করেই চাকরি পাওয়া যায় না। দরকার হয় ইন্টার্নশিপের। একটা সময় শুধু ব্যবহারিক বিষয়ে স্নাতক পাস করলে ইন্টার্নশিপের প্রয়োজন ছিল। যেমন মেডিকেল বা আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয়ে ইন্টার্নশিপ করতে হতো। কিন্তু সময় বদলে গেছে। এখন যে কোনো বিষয় স্নাতক পাস করলেই তাকে ইন্টার্নশিপ করতে হয়। অনেক বিষয়ে এখন স্নাতক সম্পন্ন করার পর ইন্টার্নশিপ বাধ্যতামূলক।
সিভি তৈরি করুন
বিশ্ববিদ্যালয় জীবনে অনেকে জীবনবৃত্তান্ত বা সিভি তৈরির কাজে তেমন গুরুত্ব দেন না। ইন্টার্নশিপ কিংবা চাকরি পেতে সিভি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময় নিয়ে সিভি তৈরি করতে হবে। সাজানো-গোছানো সিভি আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। সিভির কভার লেটারে সংক্ষিপ্তভাবে নিজেকে উপস্থাপন করবেন এবং কখনোই দুই পৃষ্ঠার বেশি হবে না। যে চাকরির জন্য আবেদন করছেন সে অনুযায়ী কভার লেটারে লিখুন– আপনি কেন এই চাকরির জন্য উপযুক্ত।
ইন্টার্নশিপ যেভাবে খুঁজবেন
বিভিন্ন মাধ্যমে ইন্টার্নশিপের খোঁজখবর পাওয়া যেতে পারে। বর্তমানে বিভিন্ন জব পোর্টালে ইন্টার্নশিপ ক্যাটাগরি রয়েছে। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে বলা থাকে। এ ছাড়া জব ফেয়ার ও পেশাদার নেটওয়ার্কের মাধ্যমে ইন্টার্নশিপের সুযোগ মেলে। অনেক প্রতিষ্ঠানই সাধারণত ইন্টার্ন চেয়ে বিজ্ঞাপন দেয় না। এ ক্ষেত্রে আপনি যে প্রতিষ্ঠানে ইন্টার্ন করতে চান, সেই প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ বরাবর ই-মেইল করে জেনে নিতে পারেন। আবার ফেসবুক বা লিংকডইনের মাধ্যমে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারেন। ইন্টার্নশিপ খোঁজার জন্য সার্চ ইঞ্জিনও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গুগল এবং বিং প্রয়োজনীয় তথ্য দেবে। চাকরি খোঁজার ওয়েবসাইট ও অ্যাপে ইন্টার্নশিপ খোঁজার সুবিধা রয়েছে। তবে এর জন্য ঠিকভাবে রেজাল্ট ফিল্টারিং করে নিন। ফেসবুকের মাধ্যমেও চাকরি ও ইন্টার্নশিপ খোঁজা সম্ভব। এর জন্য সার্চ অপশন ব্যবহার করুন। এ ছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েও ইন্টার্নশিপ সম্পর্কে খোঁজ নিতে পারেন।
প্রস্তুতি যেভাবে নেবেন
ইন্টার্নশিপের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষাসহ ভাইভার মুখোমুখি হতে হয়। এ জন্য প্রস্তুতি নিতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট, লিংকডইনসহ বিভিন্ন চাকরির ওয়েবসাইট ঘাঁটতে হবে, পড়তে হবে সংবাদপত্র। সাম্প্রতিক বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। সিভি তৈরি করা শিখতে হবে। কম্পিউটার ও ভাষা যোগাযোগ সম্পর্কে থাকতে হবে সাধারণ ধারণা। প্রয়োজনে ওই প্রতিষ্ঠানে কাজ করেন এমন কারও সঙ্গে কথা বলা যেতে পারে, যা ইন্টারভিউ সম্পর্কে ধারণা দেবে। অনেক প্রতিষ্ঠানেই এখন ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীদের কাজের সুযোগ মেলে। প্রতিষ্ঠানগুলোও ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকেই কর্মী নিয়োগ করছে। ইন্টার্নশিপের সময়টা শিক্ষার্থী যেমন নিজের দক্ষতা তৈরিতে কাজে লাগাতে পারে, তেমনই প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন বিভাগের কর্মীর ঘাটতি পূরণ করতে পারে এই ইন্টার্নদের নিয়ে।
মনে রাখবেন ইন্টার্নশিপের সুযোগকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। যত বেশি সম্ভব এই সময়ে কাজ শিখে নিন। দক্ষতা অর্জনের জন্য বাস্তব কাজের চেয়ে ভালো উপায় আর নেই। আপনার ম্যানেজার ও সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তাঁদের কাছ থেকেই কোনো না কোনো সময় প্রফেশনাল কাজে সাহায্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত থাকা
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই নিজের ক্যারিয়ার গোল সেট করা একটি সফল ক্যারিয়ার গঠনের পূর্বশর্ত। এ ক্ষেত্রে অবশ্যই বেশ ভালো একটি সিজিপিএ অর্জনের পাশাপাশি নিজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির চর্চা এবং কমিউনিকেশন দক্ষতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারেন। যেমন ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাবসহ বেশ কিছু স্কিল ডেভেলপমেন্ট ক্লাব; যা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। অনেককেই এসব ক্লাবে যুক্ত হওয়ার ব্যাপারে অনাগ্রহ দেখিয়ে থাকেন। এই কাজটি আপনাকে সৃজনশীলতার দিকে থেকে পিছিয়ে রাখবে।
প্রয়োজন ইতিবাচক মনোভাব
শুরুতে আপনার মনে হতে পারে, প্রতিষ্ঠান হয়তো আপনাকে খুব বেশি কাজ দেয়, অনেক চাপে রাখে। কিন্তু এই কাজের মাধ্যমে তাঁরা দেখেন– আপনি চাপে পড়ে কোন কাজ কীভাবে করতে পারেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেন কিনা, আপনার কাজ কতটুকু ভালো হয় ইত্যাদি। তাই প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে হবে। বিষয়গুলো আগামীতে এই প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ব্যাপারে আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে। দক্ষতা অর্জনের জন্য বাস্তব কাজের চেয়ে ভালো উপায় আর নেই। তাই প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে হবে। বিষয়গুলো আগামীতে এই প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ব্যাপারে আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে।
মন্তব্য করুন