- বাংলাদেশ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: প্রণয় ভার্মা
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা (ফাইল ফটো)
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক জোরালো করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার সকালে রাজশাহী সফরের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার।
এ সময় তিনি ক্যাম্পাসের শহীদ স্মৃতি সংগ্রহশালা, বধ্যভূমি, কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
তিনি বলেন, দুই দেশের মানুষের সম্পর্ক, অর্থনীতি ও সংস্কৃতির আদান-প্রদান ও উন্নয়নে রাজশাহী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ করে দিয়ে বিভিন্ন দেশের যুবকদের মধ্যে জ্ঞানের আদান-প্রদানের সুযোগ করে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দুই দেশের মানুষের জীবনমান উন্নয়নে এক সঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।
মন্তব্য করুন