- বাংলাদেশ
- ওয়েদার রাডার নষ্ট, মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরল বিমান
ওয়েদার রাডার নষ্ট, মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরল বিমান

প্রতীকী ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ওয়েদার রাডার কাজ না করায় মাঝ আকাশ থেকেই ফের ঢাকায় ফিরে আসে। বুধবার উড়োজাহাজটির ওয়েদার রাডার মেরামত শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছেন বিমানবন্দর কর্মকর্তারা।
তারা জানান, মঙ্গলবার রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৯ ফ্লাইটটি। উড্ডয়নের ঘণ্টাখানেক পর পাইলট বুঝতে পারেন উড়োজাহাজটির ওয়েদার রাডার কাজ করছে না। এ সময় কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বিষয়টি ঢাকা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন পাইলট। পরে ভোর সাড়ে ৪টায় ফ্লাইটটি ঢাকায় ফিরে এসে নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিমানের ওয়েদার রাডারে সমস্যা থাকার কারণে ফ্লাইটটি নিরাপদে জরুরি অবতরণ করে। মেরামত শেষে বিমানবন্দর থেকে আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে ফ্লাইটটি।
সংশ্লিষ্টরা জানান, ওয়েদার রাডার দিয়ে পাইলট যাত্রাপথ ও গন্তব্যের আবহাওয়া, ঝড় ও বাতাসের পরিস্থিতি জানতে পারেন। এ ছাড়াও ঝড় বা প্রতিকূল আবহাওয়া থাকলে পাইলটকে বিকল্প রুট চিহ্নিত করে দেয় এই রাডার।
মন্তব্য করুন