- বাংলাদেশ
- কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ
কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ছবিটি কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ফোকাস বাংলা
ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছেড়ে শেকড়ের টানে গ্রামে ফেরা মানুষের পদচারণায় এখনও মুখরিত হয়ে ওঠেনি রাজধানী ঢাকা। টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে কিছু লোক ফিরলেও প্রথম কর্মদিবসে রাজপথ ছিল প্রায় ফাঁকা। সরকারি অফিসগুলো খুললেও উপস্থিতি ছিল একেবারেই কম।
অনেকে কোলাকুলি আর ঈদ উদযাপনের খোশগল্প ও কুশল বিনিময় করেই সময় কাটিয়েছেন। অনেকে নির্ধারিত সময়ের পর অফিসে ঢুকেছেন। আবার নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করেছেন। বেসরকারি অফিস খুললেও সংখ্যায় ছিল একেবারেই কম। ব্যাংকগুলোর কিছু শাখায় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরেছেন, তাদেরও তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি মহাসড়কে। নির্ধারিত সময়ের আগেই তারা গন্তব্যে পৌঁছেছেন। অনেককে ঈদের দু’দিন পরও ঢাকা ছাড়তে দেখা গেছে। পর্যটন এলাকামুখী যানবাহনগুলোতে যাত্রীদের ভিড় ছিল লক্ষণীয়।
রাজপথে চিরচেনা যানজট দেখা যায়নি মোটেই। অনেক ক্রসিংয়ে ট্রাফিক পুলিশেরও তেমন উপস্থিতি চোখে পড়েনি। যানবাহনগুলো যে যার মতো চলেছে। রাজপথে গণপরিবহনের উপস্থিতি ছিল একেবারেই কম। তবে বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চালকরা ঈদের দোহাই দিয়ে বরাবরের মতো বাড়তি ভাড়া আদায় করেছেন যাত্রীদের কাছ থেকে।
লঞ্চ, ট্রেন ও বাস টার্মিনালগুলোতেও তেমন ভিড় চোখে পড়েনি। তবে যাদের বাড়তি ছুটি ছিল না, তারা সকালের মধ্যেই ঢাকায় পৌঁছে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। যশোর থেকে ঢাকায় ফেরা ইউনুস আলী বলেন, যাওয়ার সময় মধুবাগ থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত পৌঁছতেই কয়েক ঘণ্টা সময় লেগে গিয়েছিল। আসার সময় সেই ভোগান্তি ছিল না। যশোর থেকে রওনা দিয়ে চার ঘণ্টাতেই ঢাকায় পৌঁছেছি। আবার দেশের উত্তরাঞ্চলগামী যাত্রীদের ঈদের আগে আশুলিয়া পার হতেই তিন-চার ঘণ্টা লাগলেও আসার সময় সেই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ঢাকা-ময়মনসিংহ সড়কেও যানজটের কোনো লেশমাত্র ছিল না।
ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল একেবারেই হাতেগোনা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে ও সংশিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান থাকার কারণে মন্ত্রী-সচিবদের প্রায় সবাই সেখানে অবস্থান করেছেন। কেউ কেউ শপথ অনুষ্ঠান শেষে অফিসে ঘুরে গেছেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী অফিসে উপস্থিত হয়ে সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
সচিবালয়ে কাজের তেমন চাপ না থাকায় কেউ কেউ সকাল সকাল অফিসে গিয়ে দ্রুত বের হয়ে যান। কেউ কেউ একটু দেরি করে অফিসে ঢোকেন। অতীতের অভিজ্ঞতা থেকে একজন অতিরিক্ত সচিব জানান, চলতি সপ্তাহের কয়েক দিন এমনই চলবে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে অফিস শুরু হবে বলা যায়।
এদিকে রমজান উপলক্ষে পরিবর্তন হওয়া অফিস সময়সূচি আগের নিয়মে ফিরেছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি অফিসের সময় চালু হয়েছে।
মন্তব্য করুন