- বাংলাদেশ
- ফরিদপুরে জিপিএ-৫ পাওয়া ৫০১ শিক্ষার্থীকে সংবর্ধনা
ফরিদপুরে জিপিএ-৫ পাওয়া ৫০১ শিক্ষার্থীকে সংবর্ধনা

স্কুলের প্রধান শিক্ষক আফরুজা বানুর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম।
এ ছাড়াও জিলা স্কুলের সাবেক শিক্ষক হাফিজুর রহমান, স্কুলটির দিবা শাখার শিফট ইনচার্জ প্রীতি লতা সরকার, প্রভাতী শাখার শিফট ইনচার্জ শচীন্দ্র নাথ ভৌমিক ও দিবা শাখার শিক্ষক আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন। স্কুলের প্রভাতী শাখার সিনিয়র শিক্ষক আলী আতিকুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
জিলা স্কুল সূত্রে জানা যায়, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়া ৫০১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ২০২০ সালের ১৩৭ জন, ২০২১ সালের ১৬৫ জন এবং ২০২২ সালের ১৯৯ জন শিক্ষার্থী রয়েছে। একই সাথে স্কুলটির প্রাথমিক শাখার ১৫ মেধাবী শিক্ষার্থীকে প্রাথমিক বৃত্তির সংবর্ধনা দেওয়া হয়।
মন্তব্য করুন