বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শাহ্ আলিমুজ্জামান। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেন। আচার্যের সচিবালয় হিসেবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তিনি বিশ্ববিদ্যালয়টির ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক শাহ্ আলিমুজ্জামানকে উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ করা হলো। তাঁর নিয়োগের শর্তে বলা হয়– উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং উপাচার্য পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক তিনি ক্যাম্পাসে অবস্থান করবেন। 

অধ্যাপক আলিমুজ্জামান তৎকালীন কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে (বর্তমানের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়) থেকে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৯২ সালে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করেন। একই বছর ওই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।

১৯৯৬ সালে তিনি বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করেন। এ ছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর এমফিল করেছেন। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রি।