সিরাজগঞ্জের তাড়াশে চাঁদা দাবি ও নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতার দায়ের করা একটি মামলায় উপজেলা কৃষক লীগ নেতা মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার নওগাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মনিরুল ইসলাম উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক।

মামলা সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম সম্প্রতি নওগাঁ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া খন্দকারের গরুর খামারে গিয়ে কয়েক দফায় ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তারা মিয়া মনিরুলকে ১ লাখ টাকা চাঁদাও দেন।

গত শুক্রবার মনিরুল ইসলাম তার এক সহযোগীকে নিয়ে আবারও নওগাঁ মাজার শরীফ মসজিদ এলাকায় গিয়ে তারা মিয়ার কাছে ফের ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর পাশাপাশি চাঁদা না দিলে তারা মিয়াকে প্রাণনাশের হুমকিও দেন।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে তারা মিয়া মনিরুল ও রকি নামে তার এক সহযোগীকে আসামি করে তাড়াশ থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে মনিরুলকে গ্রেপ্তার করে।

এদিকে মনিরুলের স্ত্রী ও নওগাঁ ইউনিয়ন যুব মহিলা লীগের আহবায়ক মোছা. নিশি খন্দকারের দাবি, তার স্বামীর বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তার স্বামীকে হেনেস্থা করতে ওই মামলাটি দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মনিরুলকে আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।