- বাংলাদেশ
- বিদ্যুৎস্পৃষ্ট গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন কৃষক
বিদ্যুৎস্পৃষ্ট গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন কৃষক

প্রতীকী ছবি
আজ সোমবার উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল জব্বার একই গ্রামের পূর্বপাড়ার ঝড়ু ফকিরের ছেলে।
পুলিশ জানায়, জয়পুর গ্রামের জুলফিকার হোসেন দুলু নামে এক কৃষকের সেচ পাম্পে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগের একটি তার জমিতে ঝুলে ছিল। ওই জমিতে আব্দুল জব্বার তার গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে আব্দুল জব্বারের একটি গরু ঝুলে থাকা ওই বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। এ সময় গরুটিকে বাঁচাতে গিয়ে আব্দুল জব্বারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক মহদোয়ের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদোয় নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করেছেন।
মন্তব্য করুন