- বাংলাদেশ
- ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি
ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি

ফাইল ছবি
মহান মে দিবস উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরান পল্টন মোড় থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে মুক্তাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছরে উন্নয়ন বিষয়ে গর্বের শেষ নেই। অর্জনেরও শেষ নেই। কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত কোনো সরকার একটি জাতীয় ন্যূনতম মজুরি তৈরি করতে পারেনি। জাতীয় ন্যূনতম মজুরি নাগরিক হিসেবে শ্রমিকের মর্যাদার প্রকাশ। বাংলাদেশের বেশিরভাগ নারী-পুরুষ নাগরিক প্রত্যক্ষ শ্রমের মাধ্যমে জীবনযাপন করে থাকেন। রাষ্ট্র শ্রমিকদের এই মর্যাদাটাও উপহার দিতে সক্ষম হয়নি। ফলে এ উন্নয়নে শ্রমিকের স্বার্থ কতখানি, সেই প্রশ্ন রয়ে যায়। এসময় বক্তারা শ্রমিকের মজুরি বর্তমান বাজার দর অনুযায়ী ২৫ হাজার টাকা করার দাবি জানান।
বহুমুখি শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূইয়ার সভপতিত্বে সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাাদক আলিফ দেওয়ান, গণসংহতি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব সেলিমুজ্জামান, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক প্রবীর সাহা, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড প্রমুখ। এ সভা পরিচালনা করেন শ্রমজীবী সমিতির নেতা রাজা আহমেদ জুম্মন।
মন্তব্য করুন