- বাংলাদেশ
- নাটোরে আ’লীগের সভায় দু'গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি
নাটোরে আ’লীগের সভায় দু'গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি
-samakal-645119be73b24.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কবির বিন আনোয়ারের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষ। সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সভা শুরু হয়। সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত সংসদ সদস্য রত্না আহমেদ, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন উপস্থিত ছিলেন।
সভা চলাকালে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সমর্থকরা নেতাদের নামে স্লোগান দেওয়া শুরু করেন। এ সময় সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সমর্থকরাও পাল্টা স্লোগান দিলে উত্তেজনা দেখা দেয়। পরে দুই পক্ষ ধাক্কাধাক্কি ও একে অপরকে চেয়ার ছুড়ে মারতে থাকে। পরিস্থিতি অনুকূলে না থাকায় অতিথি কবির বিন আনোয়ার কার্যালয়ের বারান্দায় সরে যান। এ সময় শিমুলের অনুসারীরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ও পুলিশ সুপার সাইফুর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁদের হস্তক্ষেপে ফের সভা শুরু হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন এমপি শিমুল। শৃঙ্খলার স্বার্থে শুরুতে প্রতিবাদ করিনি। কিন্তু তারা পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা চালায়। এমপি শিমুল জেলা আওয়ামী লীগের সদস্য। তাঁর কাছে এ ঘটনার কৈফিয়ত তলব করা হবে।
তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘আমার কোনো কর্মী সংঘর্ষে জড়ায়নি। বরং জেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদক চেয়ারে বসা নিয়ে উপস্থিত কর্মীদের মারপিট করেছেন। যাঁরা নেতাকর্মীকে লক্ষ্য করে চেয়ার ছুড়েছেন আমি তাঁদের থামিয়েছি। তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। অথচ এখন আমাকে জড়িয়ে দায় এড়ানোর চেষ্টা চলছে তাঁদের।’
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, শেখ হাসিনার জন্য কাজ করতে হবে প্রত্যেক নেতাকর্মীকে। তাই এখন নিজেদের মধ্যে বিরোধে না জড়িয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
নাটোর পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, আওয়ামী লীগের সভায় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে শান্তিপূর্ণভাবে সভা হয়েছে।
মন্তব্য করুন