শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এরিক এম. ওয়াকার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২ মে অনুষ্ঠিত বৈঠকটি ছিল 'ইউএস-বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ: শেয়ার্ড ভিশন ফর স্মার্ট গ্রোথ'-এর অংশ, যার আয়োজনে ছিল ইউএস চেম্বার অব কমার্স এবং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

বাংলাদেশের সঙ্গে শেভরনের অংশীদারিত্বে তিন দশকজুড়ে দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটির নানান কার্যক্রম ও প্রচেষ্টাগুলো এরিক এম. ওয়াকার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এ প্রসঙ্গে শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, 'বাংলাদেশে নেতৃস্থানীয় আমেরিকান বিনিয়োগকারী হিসেবে আমরা দেশের জ্বালানি ভবিষ্যত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আলোচনা করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। ১৯৯৫ সাল থেকে শেভরন সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং সর্বদা পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করে আসছে। আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সাথে ‘ভিশন ২০৪১’কে কেন্দ্র করে চলা কার্যক্রমকে আমরা সমর্থন করি।'

উল্লেখ্য, শেভরন বাংলাদেশের তিনটি গ্যাস ফিল্ড পরিচালনা করে, যেখান থেকে দেশের প্রাকৃতিক গ্যাসের চাহিদার ৫০ শতাংশের বেশি উৎপাদন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটি বিগত ১২ বছরে বাংলাদেশে সরাসরি ৩.৬ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগে করেছে এবং স্থানীয় সরবরাহকারী ও ঠিকাদারদের সঙ্গে চুক্তিতে ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে।

এছাড়াও শেভরন স্বাস্থ্যসেবা, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে চলা কমিউনিটি প্রোগ্রামগুলোতেও বিনিয়োগ করেছে। শেভরনের মোট কর্মশক্তির ৯৭ শতাংশের বেশি প্রতিভাবান বাংলাদেশি নাগরিক, যারা দেশে নিরাপদ জ্বালানি শক্তি সরবরাহ করতে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি