- বাংলাদেশ
- ছয় মাস পর ক্লাসে ফিরলেন চবি চারুকলার শিক্ষার্থীরা
ছয় মাস পর ক্লাসে ফিরলেন চবি চারুকলার শিক্ষার্থীরা
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ছয় মাস পর ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার ক্লাস বর্জন কর্মসূচি স্থগিত করেন তাঁরা। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, মূল ক্যাম্পাসে ফিরতে তাঁদের আন্দোলন চলবে। সেশনজট কমাতে তাঁরা ক্লাস বর্জনের কর্মসূচি থেকে সরে এসেছেন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব তথ্য জানান।
এর আগে গত ২৩ জানুয়ারি শর্তসাপেক্ষে সাত দিনের জন্য ক্যাম্পাসের বহিরাঙ্গনে ক্লাস করেছিলেন শিক্ষার্থীরা। তবে এবার শর্ত ছাড়াই এক দফা দাবি বজায় রেখে ক্লাসে ফিরলেন। ফলে শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখর হয়েছে ইনস্টিটিউটের ক্যাম্পাস। তাঁরা জানান, ছয় মাস পর সেশনজটসহ একাডেমিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। এরই পরিপ্রেক্ষিতে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসরুর আল ফাহিম বলেন, তাঁদের স্নাতক প্রথম বর্ষের দুটি ব্যাচ হয়ে গেছে। নতুন আরেকটি আসছে। এ ছাড়া সব ব্যাচের ছয় মাস গ্যাপ হয়ে গেছে। প্রশাসন তাঁদের কথা ভাবছে না। তাই তাঁরা ক্লাস চালু রেখেই ভিন্নভাবে আন্দোলন চলমান রাখবেন।
আরেক শিক্ষার্থী মোহাম্মদ শহীদ সমকালকে বলেন, একাডেমিকভাবে সবগুলো ব্যাচ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ক্লাস শুরু করেছেন। তবে বিকেল ৪টার পর ক্যাম্পাস থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, উপাচার্যসহ প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। ক্যাম্পাস পরিদর্শন করা হয়েছে। সংস্কার কাজ শেষ দিকে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করছেন। তবে মূল ক্যাম্পাসে ফেরার দাবি নিয়ে তিনি কিছু বলতে চাননি।
বিকেল ৪টার পর বের করে দেওয়া প্রসঙ্গে নূরুল আজিম বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে নিরাপত্তার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া বহিরাগতরা ঢুকে সমস্যা করতে পারে।
গত ২ নভেম্বর থেকে ইনস্টিটিউটে আবাসিক হলের ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কারসহ নানা অসংগতির সমাধান চেয়ে আন্দোলনে নামেন চবি চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে তারা মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। ছয় মাস ধরে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
২০১০ সালে নগরের সরকারি চারুকলা কলেজের সঙ্গে একীভূত করে গঠন করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। এর অবস্থান বিশ্ববিদ্যালয় থেকে ২২ কিলোমিটার দূরে মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে।
মন্তব্য করুন