আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং বিশেষ মহলের প্রভাবমুক্ত থাকতে রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে এরই মধ্যে সংশ্লিষ্টদের ইসি চিঠি পাঠিয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, ইসির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা সবার কাছে সমুজ্জ্বল ও সমুন্নত রাখার লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাকে ব্যবস্থা নিতে হবে। বিশেষ কোনো মহলের কোনো প্রকার প্রভাব বা হস্তক্ষেপ যাতে নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ন করতে না পারে, তা নিশ্চিত করতে হবে আইন ও আচরণ বিধিমালার আলোকে। নির্বাচনের মতো সংবেদনশীল, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন কোনো কাজ করবেন না, যা দ্বারা তাঁদের উপযুক্ত কর্তৃপক্ষ বা স্থানীয় জনগণের কাছে হেয়প্রতিপন্ন হতে হয়। সেইসঙ্গে তাঁরা পক্ষপাতদুষ্ট নন এমন ধারণা নিশ্চিত করতে হবে। জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে এলাকার জনগণের যৌথ সভা অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে ভোটদানে। 

এ ছাড়া ভোটদানের জন্য ভোটাররা যাতে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে উদ্দেশ্যে নিশ্চয়তামূলক পরিবেশ সৃষ্টিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী ভ্রাম্যমাণ ইউনিটগুলো কর্তৃক নিবিড় টহলদানের ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করতে হবে। যে কোনো অশুভ কার্যকলাপ প্রতিরোধের উদ্দেশ্যে সদা সতর্ক থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নির্দেশ প্রদান এবং ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে ভোটারদের জানানোর জন্য নির্বাচনের আগে ব্যাপক প্রচারের ব্যবস্থা করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট গ্রহণ হবে।