- বাংলাদেশ
- সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে তরুণদের নেতৃত্ব দিতে হবে
জাহানারা ইমামের জন্মবার্ষিকীতে নির্মূল কমিটির সভায় বক্তারা
সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে তরুণদের নেতৃত্ব দিতে হবে

সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে তরুণদের নেতৃত্ব দেওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেছেন, স্বাধীনতাবিরোধী গোষ্ঠী ও সাম্প্রদায়িক শক্তিকে রাজনৈতিক ও আদর্শগতভাবে পরাজিত করার মাধ্যমেই মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। এ লড়াইয়ে তরুণদের নেতৃত্ব দিতে হবে।
বুধবার ঢাকার জাতীয় জাদুঘরের ‘জাহানারা ইমামের আন্দোলন: তরুণদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শহীদজননী জাহানারা ইমামের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে। সংগঠনের সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদজননী জাহানারা ইমামের ত্যাগ দেশপ্রেমের সর্বোচ্চ উদাহরণ। দেশের নাগরিক আন্দোলনেও তার অবদান অনস্বীকার্য। এই আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা ছিল। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণেও তরুণদের ভূমিকা অনেক। তারাই দেশ ও জাতিকে পথ দেখাবে।
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘তরুণদের নিয়ে আমি অনেক আশাবাদী। তারা একদিন মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারবে। বাংলাদেশকে স্বাধীন করার পেছনে তাদের অনেক অবদান ছিল। এখনো এই প্রযুক্তির বিশ্বে তারা নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশ, দেশটা আমাদের মতো করে অসাম্প্রদায়িক চেতনায় গঠন করব।’
ডা. নুজহাত চৌধুরী বলেন, ‘অনলাইনেও একদল তরুণদের যুদ্ধ করতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে। কারণ প্রতিক্রিয়াশীলরা সংগঠিত। তরুণদের হাত ধরেই অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাবে।’
সভাপতির বক্তৃতায় শাহরিয়ার কবির বলেন, সমাজ ও রাজনীতির মৌলবাদীকরণ ও সাম্প্রদায়িকীকরণ যেভাবে ঘটেছে, যেভাবে মানুষের মনোজগতে এর আধিপত্য বিস্তৃত হচ্ছে- এর বিরুদ্ধে লড়তে হলে জাহানারা ইমামের নেতৃত্বে সূচিত নাগরিক আন্দোলনের কোনও বিকল্প নেই।’
শহীদসন্তান আসিফ মুনীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, ঘাসফুল শিশু কিশোর সংগঠনের সভাপতি হাসান আব্দুল্লাহ বিপ্লব এবং লেখক সুশীল মালাকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূল। এর আগে সকালে সংগঠনের উদ্যোগে জাহানারা ইমামের জন্মদিন উপলক্ষে মিরপুরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মন্তব্য করুন