কালবৈশাখী ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে গত ২৭ এপ্রিল নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছিল দুই বন্ধু শাহীন পাহাড় ও সজীব খান। এর মধ্যে শাহীন পাহাড় গতকাল বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শাহীন (২০) শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচরা এলাকার নূর মোহাম্মদ পাহাড়ের ছেলে। এ ঘটনায় গুরুতর অসুস্থ সজীব খানও (২০) একই এলাকার বাসিন্দা। সজীব এখনও হাসপাতালে চিকিৎসাধীন। 

শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৭ এপ্রিল সন্ধ্যায় শাহীন ও তার বন্ধু সজীব শরীয়তপুর শহরের আলমগীর বেপারীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়। নির্মাণাধীন ভবনটিতে উঠে তারা ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে চেয়েছিল। এ সময় বাতাসের ঝাপটায় তারা ভবনটি থেকে পড়ে যায়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১১টায় শাহীন পাহাড়েরর মৃত্যু হয়।

ওসি আক্তার হোসেন বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করলে আমরা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব।