পৃথিবীকে আরও সুন্দর অনুভব দিয়ে দেখতে শিখিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু সংস্কৃতিতে নয়, রবীন্দ্রনাথ নিজেকে ছড়িয়ে দিয়েছেন জীবনের সব মাধ্যমেও। পূর্ব বাংলার প্রকৃতির রূপ প্রবলভাবে প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। পদ্মা, আত্রাই, চলনবিলের বুকে ঘুরতে ঘুরতে তিনি রচনা করেছেন অনেক গান। এ সৃষ্টি ছিল তাঁর প্রাণের আনন্দ।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ৪১তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের দ্বিতীয় দিনে এসব উঠে এসেছে। প্রবন্ধ পাঠ এবং আলোচনা অনুষ্ঠানের পর শুরু হয় দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। খ্যাতিমান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার লেখা ‘নদীতীরের প্রেমের গান’ শিরোনামের মূল প্রবন্ধটি পাঠ করেন শিল্পী স্বাতী সরকার। প্রবন্ধে উঠে আসে পূর্ব বাংলার শিলাইদহ, পতিসরে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনায় প্রকৃতির প্রভাবের কথা। পূজা, প্রেম, প্রকৃতি– বিভিন্ন পর্বে রচিত কবিগুরুর গানে রয়েছে সেই প্রমাণ। পূর্ববঙ্গে অবস্থানকালে রচিত গানের বড় বৈশিষ্ট্য কবির একাকিত্ব। ছিন্নপত্রের চিঠির মধ্যেও পাওয়া যায় পূর্ব বাংলার রূপরসে বিভোর হওয়ার কথা। অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক শাহ আযম শান্তনু এবং আজিজুর রহমান তুহিন। মঞ্চে ছিলেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমান।

সাংস্কৃতিক আয়োজনে প্রদীপ প্রজ্বালন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিক আসাদুজ্জামান নূর। রবিরশ্মি সুবচনে অংশ নেন তিনি। শিল্পী লাইসা আহমেদ লিসার সংগীত এবং শর্মিলা বন্দোপাধ্যায়ের নৃত্য পরিচালনায় পরিবেশন হয় গীতি আলেখ্য ‘সবার উপরে মানুষ সত্য’। শিল্পী প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্রসহ চারজন শিল্পী পরিবেশন করেন নজরুলসংগীত। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী ইফফাত আরা দেওয়ান, সেঁজুতি বিশ্বাস, বাদল দাসসহ ২০ জনের বেশি শিল্পী।

এর আগে সকালে অনুষ্ঠিত হয় প্রতিনিধিদের প্রীতি সম্মেলন। এতে অংশ নেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সারাদেশের ৭০টি শাখার শিল্পী, কলাকুশলী এবং সংগঠকেরা। আজ বিকেলে গুণীজন সম্মাননা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের তিন দিনের সম্মেলন। ৪১তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে শুরু হয়েছিল গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’ বোধন সংগীতের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার।