- বাংলাদেশ
- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই: কাদের
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যসহ কোন বিদেশি বন্ধুরাষ্ট্র তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কোন চাপ দেয়নি। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও করতে চায়নি।
রোববার দুপুরে রাজধানীর সেতুভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে জেতার গ্যারান্টি দিবে এমন তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। যে তত্ত্বাবধায়ক সরকার ২০০১ ও ২০০৬ সালের মতো পক্ষপাতমূলক আচরণ করেছিল।
ওবায়দুল কাদের বলেন, চরিত্র ও বৈশিষ্ট্য হারানো পক্ষপাতদুষ্ট তত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।
সেতুমন্ত্রী বলেন, আজকের নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। এই কমিশনের অধীনে নির্বাচন করতে বিএনপির সমস্যা কোথায়? নির্বাচন করার জন্য এই নির্বাচন কমিশনই যথেষ্ট। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা তাদের মধ্য আছে।
এর আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় উপস্থিত হোন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
মন্তব্য করুন