- বাংলাদেশ
- তালগাছ কাটায় চেয়ারম্যানকে হাইকোর্টে তলব
তালগাছ কাটায় চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে প্রাচীন ৩০টি তালগাছ উপড়ে ফেলার ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে তলব করেছেন হাইকোর্ট। ১৮ মে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তালগাছ উপড়ে ফেলার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রোববার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। গত ৪ মে ‘গ্রামের ৩০টি তালগাছ কাটলেন চেয়ারম্যান’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী শেখ মো. সোহেল রানা।
প্রতিবেদনে বলা হয়, নজিবপুর গ্রামে গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের জন্য ২৫ বছরের প্রাচীন ৩০টি তাল গাছ ভেকু মেশিন দিয়ে উপড়ে ফেলা হয়েছে। উপজেলা বন ও পরিবেশ কমিটির অনুমোদন ছাড়া সড়কের পাশে তাল গাছসহ বনবিভাগের রোপণ করা বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছের চারা কেটে ফেলা হয়েছে। ফলে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধিসহ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় এবং পরিবেশবিদরা জানিয়েছেন, তালগাছ বজ্রঝুঁকি রোধে বেশি কার্যকর। এ মৌসুমে কালবৈশাখী ঝড় বেশি হয়। তাই তালগাছ না কেটে আরও রোপণ করা উচিত। যে অঞ্চলে তালগাছ বেশি থাকে সে অঞ্চলে বজ্রপাত হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।
মন্তব্য করুন