- বাংলাদেশ
- এসএসসি ও দাখিল পরীক্ষা: ভুয়া প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ২
এসএসসি ও দাখিল পরীক্ষা: ভুয়া প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টাকার বিনিময়ে এসএসসি ও দাখিল পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বঙ্গেশপুর গ্রামের হাসিব ও নয়রশিয়া গ্রামের হামিদুর রহমান শান্ত।
আজ রোববার বিকেলে জেলা পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৪ নম্বর ধারা ভঙ্গের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন– সহকারী শিক্ষক সুলতান আহমদ, মোতালেব হোসেন ও জাফর আলী টুটুল।
পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব বলেন, গ্রেপ্তার হাসিব ও হামিদুর রহমান শান্ত ফেসবুক আইডি খুলে এসএসসি ও দাখিল পরীক্ষার ভুয়া নমুনাপত্র আপলোড করে। পরে তারা ১০০ শতাংশ কমন পড়বে বলে প্রতারণার ফাঁদ পেতেছিল। তাদের ফাঁদে পড়ে বিভিন্ন জেলা-উপজেলার শিক্ষার্থী ও অভিভাবকরা মেসেঞ্জারে যোগাযোগ করেন। তাঁদের মধ্য কয়েকজন টাকাও পাঠান। পরে যাঁরা টাকা পাঠিয়েছেন ফেসবুক আইডি থেকে, তাঁদের ব্লক করে দেওয়া হয়।
অভিযোগ পাওয়ার পরই তথ্যপ্রযুক্তির মাধ্যমে রোববার বিকেলে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ফেসবুক আইডি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতারণার নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।
অপরদিকে ১৪৪ ধারা ভঙ্গ করে কেন্দ্রে অবস্থান করার অভিযোগে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহযোগী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা তিনজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্র সচিব কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের নির্দেশে রোববার দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, তিন শিক্ষককে শোকজ করা হয়েছিল। উত্তর সন্তোষজনক না হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন