- বাংলাদেশ
- সুদান থেকে সৌদিতে ১৩৫ বাংলাদেশি, ঢাকায় ফিরবেন ভোরে
সুদান থেকে সৌদিতে ১৩৫ বাংলাদেশি, ঢাকায় ফিরবেন ভোরে

যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে পড়া ১৩৫ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। রোববার দুপুরে সৌদি সামরিক বাহিনীর তিনটি উড়োজাহাজে সৌদি আরবের জেদ্দা শহরে পৌঁছান তারা। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাবেদ পাটোয়ারি জানান, রোববার দুপুরে সৌদি সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে ৪৫ এবং অন্যটিতে ২৫ বাংলাদেশিকে জেদ্দার বাদশাহ আবদুল্লাহ বিমান ঘাঁটিতে আনা হয়। পরে আরো একটি উড়োজাহাজে ৬৫ বাংলাদেশিকে আনা হয়।
বাংলাদেশিরা পৌঁছালে এ সময়ে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারিসহ জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক উপস্থিত ছিলেন।
সুদান থেকে আসা এসব নাগরিকদের সোমবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সুদান ফেরত বাংলাদেশিদের বিশ্রামের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত জানান, সুদান থেকে দেশে ফিরতে যারা নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।
সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলছে। কয়েক সপ্তাহ ধরে চলা এ সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘকর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন।
সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে প্রায় ৬৫০ বাংলাদেশি বর্তমানে পোর্ট সুদানে অবস্থান করছিলেন। সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদান বন্দরে নেওয়া হয় এসব বাংলাদেশিদের। সেখান থেকে জাহাজে করে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু সময়মতো জাহাজ না পাওয়ায় বিমানে করে ১৩৫ জনকে জেদ্দা পাঠানোর সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে নারী, শিশু ও বয়স্কদের প্রাধান্য দেয়া হয়েছে।
মন্তব্য করুন