- বাংলাদেশ
- শিক্ষামন্ত্রীর মা’র মরদেহে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা
শিক্ষামন্ত্রীর মা’র মরদেহে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

শিক্ষামন্ত্রীর মা’র মরদেহে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা
ভাষাবীর এম এ ওয়াদুদের সহধর্মিণী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
রোববার রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে পুষ্পস্তবক অর্পণ করে রহিমা ওয়াদুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন, জনসংযোগ দপ্তর পরিচালক মো. আতাউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে বাদ আসর জানাজা শেষে রহিমা ওয়াদুদকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
উল্লেখ্য, শনিবার রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন রহিমা ওয়াদুদ। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি এক ছেলে ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু ও এক মেয়ে ডা. দীপু মনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য করুন